বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা২৪.কম | 2023-08-28 05:14:55

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সকল ট্রেন যোগযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাগবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত উদ্ধার তৎপরতা শুরু হয়নি।

জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনে আসে। ট্রেনটি স্টেশনটি ছাড়ার প্রায় ১০ মিনিট পর বাগবাড়ি নামক স্থানে এর একটি বগি লাইনচ্যুত হয়। ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সকল ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ১২টি বগিতে যাত্রী নিয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। কিন্তু ট্রেনের সামনের ৬টি বগিতে কোনো সমস্যা না হওয়ায় সেটি গন্তব্য স্থলে পাঠিয়ে দেয়া হয়েছে। পাকশী থেকে উদ্ধারকর্মীরা রওনা দিয়েছে। আশা করা যাচ্ছে বিকেলের মধ্যে যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।

সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জানান, লাইনচ্যুত ট্রেনটি সচল করার চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও খবর