মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপেন্ডন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-30 11:05:50

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর মিরপুরের কালশী ও পল্লবীর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মিরপুর সাড়ে ১১ ও ১২ নম্বর রোডে অবস্থান নেয় শ্রমিকরা। এতে মিরপুর ১২ নম্বর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ডেকো গার্মেন্টস নামের একটি কারখানার শ্রমিক ফাতেমা বার্তা২৪ কে বলেন, 'বেশ কয়েকটি কারখানার শ্রমিকদের বেতন ২-৩ মাস ধরে বন্ধ আছে। যার কারণে আমরা সবাই রাস্তা অবরোধ করেছি। পরে আমরা ১২টার দিকে রাস্তা থেকে সরে যাই।'

খোঁজ নিয়ে জানা যায়, সকাল ১১টা থেকে রাস্তার পাশে পোশাক কারখানার শ্রমিকরা অবস্থান নেয়। পরে কয়েকটি কারখানা আজকের মতো ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাসায় ফিরে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, শ্রমিকরা বেতন, ভাতা পরিশোধ করার দাবিতে রাস্তায় নেমেছিল। কিন্তু কিছুক্ষণ পর তারা রাস্তা থেকে সরে যান।

প্রত্যক্ষদর্শী এক চা বিক্রেতা বলেন, শ্রমিকরা রাস্তায় নেমেছিল। ঘণ্টাখানেক পর রাস্তা ছেড়ে দেয়। তবে তারা কোনো ভাঙচুর করেনি। শান্তিপূর্ণ ভাবে শুধু তাদের দাবি জানিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর