রোহিঙ্গাদের শীতবস্ত্র দিল ভারত

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা২৪.কম | 2023-08-19 05:42:03

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ভারত।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালীর ১২ নাম্বার ক্যাম্পে এ কার্যক্রমের উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম।

প্রথম দিনে প্রায় ৫ শতাধিক রোহিঙ্গার মাঝে শীতবস্ত্র দেয়া হয়।

শীতবস্ত্রের মধ্যে রয়েছে- দুই লাখ ২৫ হাজার কম্বল ও দুই লাখ উলের সোয়েটার। পর্যায়ক্রমে এসব শীতবস্ত্র রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হচ্ছে। এছাড়াও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য কম্বল ও সোয়েটার বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ভারতীয় হাই কমিশন চট্টগ্রামের দ্বিতীয় সচিব সুভাশিষ সিনহাসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

এর আগে, ১ মিলিয়ন লিটার সুপার কেরোসিন তেল ও ২০ হাজার কেরোসিন স্টোভ বিতরণ করে ভারত। রোহিঙ্গারা যখন বাংলাদেশের বনভূমি উজাড় করছিল, তখন ভারত সরকার তাদের জ্বালানি হিসেবে এ কেরোসিন ও স্টোভ বিতরণ করে। যার ফলে বন উজাড় অনেকাংশে কমে আসে।

এ সম্পর্কিত আরও খবর