উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা২৪.কম | 2023-08-30 14:02:37

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পরে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাগবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম বার্তা২৪.কমকে জানান, ভোরে খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ১২টি বগিতে করে যাত্রী নিয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। কিন্তু ট্রেনের সামনের ৬টি বগিতে কোনো সমস্যা না হওয়ায় সেটি গন্তব্য স্থলে পাঠিয়ে দেয়া হয়। পরে দুপুরের দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটিকে উদ্ধার করে সান্তাহার জংশনে নিয়ে আসে। এতে প্রায় ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

ফলে পার্বতীপুরগামী তিতুমীর এক্সপ্রেস টেনটি আত্রাই স্টেশনে, রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস আক্কেলপুর স্টেশনে, ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশনে আটকা পড়ে। ১০ ঘণ্টা পর লাইন ক্লিয়ার হলে এসব ট্রেনগুলো গন্তব্যের দিকে ছেড়ে যায়।

এ সম্পর্কিত আরও খবর