যশোর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, যশোর, বার্তা২৪.কম | 2023-09-01 05:17:50

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় সানজির ভাবনা (৪৯) নামে এক ভারতীয় নাগরিক মারা গেছেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে অসুস্থ অবস্থায় কারাগার থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

মৃত সানজির ভাবনা ভারতের নয়া দিল্লির উত্তমনাগার থানার ওমদিহাটের ডাব্লিউ/জেড ২৮ নম্বর বাড়ির বাসিন্দা মহিন্দর ভাবনার ছেলে। তিনি সোনা চোরাচালান মামলায় অভিযুক্ত ছিলেন। হাজতি নম্বর ২৮/১৭।

যশোর কারাগারের জেলার আবু তালেব বলেন, 'ভারতীয় নাগরিক সানজির ভাবনাকে ২০১৭ সালের ২ ডিসেম্বর বেনাপোল পোর্ট থানার একটি সোনা চোরাচালান মামলার আসামি হিসেবে জেলহাজতে পাঠানো হয়। তিনি অনেকদিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন। তাকে বিভিন্ন সময় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে তার বুকে প্রচণ্ড ব্যথা ওঠে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।'

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শফিউল্লাহ সবুজ বলেন, 'হাসপাতালে আনার আগেই ওই বন্দীর মৃত্যু হয়েছে। মৃত সানজির ভাবনার মরদেহ হাসপাতালের রাখা হয়েছে।'

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে। কিন্তু যশোর জেনারেল হাসপাতাল মর্গে হিমাগার নেই। একটি মাত্র ফ্রিজ আছে, তাও নষ্ট। সেই কারণে মরদেহ সংরক্ষণে সমস্যা হয় বলে জানান জেলার।

তবে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু বলেন, ‘হাসপাতালের মর্গে হিমাগার ঠিকই আছে। লাশ ২-৩ মাস রাখতে কোনো সমস্যা নেই।'

এ সম্পর্কিত আরও খবর