ডিকাবের সভাপতি রাহীদ, হাসিব সাধারণ সম্পাদক

বিবিধ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 08:29:26

২০১৯ সালের জন্য ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রথম আলোর রাহীদ এজাজ ও বিডিনিউজ২৪.কমের নূরুল ইসলাম হাসিব।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিকাবের বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের পর নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেয়া হয়।

১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হচ্ছেন, সহ-সভাপতি এ কে এম মঈনুদ্দিন (ইউএনবি), যুগ্ম সম্পাদক ইশরাত জাহান উর্মি (ডিবিসি), কোষাধ্যক্ষ মেহেদী হাসান (কালের কণ্ঠ), দপ্তর সম্পাদক ইমরুল কায়েস (বাংলাভিশন)।

সদস্য, খুররম জামান (বার্তা২৪), সানাউল হক (এটিএন বাংলা), আঙ্গুগুর নাহার মন্টি (নিউজ২৪), মাহফুজ মিশু (যমুনা টেলিভিশন), তৌহিদুর রহমান (বাংলানিউজ২৪.কম)।

ডিকাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটির’ সাবেক সভাপতি শফিকুল করিম সাবু। নির্বাচন কমিশনার হিসেবে তাকে সহায়তা করেন দ্যা ডেইলি অবজারভারের বিজনেস এডিটর নিজামউদ্দিন আহমেদ ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

এর আগে ডিকাবের বিদায়ী কমিটির (২০১৮) সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে মাহফুজ মিশু সাধারণ সম্পাদকের এবং মিজানুর রহমান কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন।

এ সম্পর্কিত আরও খবর