বৃহস্পতিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-08-11 12:44:44

বৃহস্পতিবারও (২৭ ডিসেম্বর) দেশের মধ্যে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭, ঢাকায় ১৫, রংপুর ১০ দশমিক ৪, বরিশাল ৯ দশমিক ২, খুলনা ১০, ময়মনসিংহ ১০ দশমিক ৩, সিলেটে ১৪ দশমিক ২ ও চট্টোগ্রামে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী কার্যালয়ের আবহাওয়া পর্যবেক্ষক লতিফা জানান, রাজশাহী ও রংপুর বিভাগ এবং যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও বরিশালে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় তীব্র শীত অনুভূত হচ্ছে।

তিনি জানান, বুধবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৪, তার আগের দিন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫। বুধবার বাতাসের আদ্রতা ছিল ৭৯, তার আগের দিন মঙ্গলবার ছিল ৮২ শতাংশ।

এ সম্পর্কিত আরও খবর