যশোরের বেনাপোল সীমান্তের বালুন্ডা গ্রাম থেকে ১৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় অভিযুক্ত কাউকে আটক করা যায়নি।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বেনাপোল বন্দর থানা পুলিশ এই ককটেল উদ্ধার করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন খবর আসে নাশকতামূলক কাজের উদ্দেশ্যে কে বা কারা বেনাপোল পোর্ট থানার বালুন্ডা-বারপোতা সড়কে একটি পুকুর পাড়ে বিপুল পরিমাণ ককটেল মজুদ করেছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৬টি ককটেল উদ্ধার করে।
তিনি বলেন, কারা ককটেল গুলো রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তথ্য অনুসন্ধানের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বেনাপোল সীমান্তে দখল দারিত্ব আর ক্ষমতার প্রভাব বিস্তার নিয়ে দিন দিন পরিবেশ অশান্ত হয়ে উঠছে। এ কাজে সন্ত্রাসীরা বেশি পরিমাণে ব্যবহার করছে হাত বোমা ও ককটেল জাতীয় বিস্ফোরক।