বগি লাইনচ্যুত হলেও ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-19 10:16:25

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের পিছনের দুটি চাকা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে লাইনচ্যুত হয়। এতে করে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচলে কোন সমস্যা হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। তবে রেললাইনে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তারা।

রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে কলেজগেট এলাকায় এই ঘটনাটি ঘটে। তবে এতে কোন হতাহত হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাড়ির ইনচার্জ মো. হাতেম আলী জানান, সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করার আগেই স্টেশনের আউটারে ট্রেনটির পিছিনের বগির দুইটি চাকা লাইন থেকে নেমে যায়। ট্রেনটি লুপ লাইনে থাকায় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচলে কোন সমস্যা হচ্ছে না।

তিনি আরও জানান, বেশ কিছু জায়গা টেনে আসার কারনে লুপ লাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে লোকজন কাজ শুরু করেছে। খুব দ্রুত কাজ শেষ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর