চট্টগ্রামের সীতাকুণ্ড বঙ্গোপসাগরের উপকূল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রোববার (১৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে কুমিরার মাদার শিপইয়ার্ডের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন কমিরা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির।
তিনি বলেন, 'কুমিরার মাদার শিপইয়ার্ডের ম্যানেজার আমাদের খবর দেয় যে, তাদের শিপইয়ার্ডের পাশে জোয়ারের পানিতে একটি মরদেহ ভেসে এসেছে। পরে ঘটনাস্থলে পৌঁছে গাউসিয়া কমিটির সহযোগিতা মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালের মর্গে পাঠানো হয়।'
তিনি আরও বলেন, 'প্রথমে পরিচয় না পেলে পরে খবর পাই, এটি নাকি কয়েকদিন আগে হাতিয়ায় একটি জাহাজ দুর্ঘটনায় সে মারা গেছে। আনুমানিক ২২ বছর বয়সী ওই যুবকের নাম এমদাদুল। তার ভাই এসেছে এবং দেখে পরিচয় নিশ্চিত করেছেন৷'