নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, বার্তা ২৪.কম, নীলফামারী | 2023-11-19 19:49:18

নীলফামারীর ডোমারে মাসুদ রানা নামে ১৬ মাস বয়সী এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। 

রোববার (১৯ নভেম্বর) দুপুরে বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ীর আলশিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের জামিরুল ইসলামের ছেলে।

নিহতের দাদী জানায়,  বাড়ির পাশে ধান ক্ষেতে কাজ করছিলাম। মাসুদ  আমার আরেক তিন বছর বয়সী নাতির সাথে খেলছিল। সেসময় পাশের জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ হচ্ছিল। তারা ট্রাক্টর দেখছিল। ছেলেটি কখন যে পুকুরের পানিতে পড়েছে বুঝতে পারিনি।’

এরপর যোহরের আযানের পর মাসুদকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন বলে জানান তিনি। আমি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন মৃত্যুর নিশ্চিতটি করেন।

এ সম্পর্কিত আরও খবর