পুরানা পল্টনের প্রতীম-জামান টাওয়ারে আগুন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-11 05:48:56

রাজধানীর পুরানা পল্টনের পানির ট্যাংকি এলাকার প্রতীম-জামান টাওয়ারের নয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৮ ডিসেম্বর) দুপরে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মোবিলাইজং অফিসার রাসেল শিকদার বার্তা২৪কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরাো পল্টনের জামান টাওয়ারে দুপুর আড়াইটার দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আছে।

স্থানীয়রা জানান, ৯ তলায় এনসিআর ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেডসহ বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। ভবনের ৪র্থ তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় রয়েছে। এছাড়া অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডট নেটের অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।

এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম বার্তা২৪কে বলেন, `জামান টাওয়ারে আগুন লাগার ঘটনা পরিকল্পিত বলে মনে করছি।‘

তিনি আরও বলেন, `এখন দেখা যাবে ইন্টারনেট, লিপ্ট, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। ঐক্যফ্রন্টের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে একটি অজুহাত তৈরি করা হবে, যা উদ্দেশ্যে প্রণোদিত বলে ধারণা করছি।'

উল্লেখ্য, এ ভবনে বিকেল সাড়ে ৩টায় ঐক্যফ্রন্ট একটি সংবাদ সম্মেলন ডেকেছিল।

এ সম্পর্কিত আরও খবর