অস্ত্রসহ বোরকা বাহিনীর প্রধান আটক

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা ২৪.কম | 2023-08-28 05:56:18

কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রসহ বোরকা বাহিনীর প্রধান গিয়াস উদ্দিন খোকনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার টৈটংয়ের সায়ড়াপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক গিয়াস উদ্দিন খোকন উপজেলার খুনিয়াভিটা এলাকার মৃত মো. বাদশার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আটক খোকন দীর্ঘদিন ধরে পেকুয়া উপকুলে বোরকা বাহিনী নামে একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছে। সম্প্রতি একাদশ সংসদ নির্বাচনে একটি গোষ্ঠীর হয়ে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে ভোটারদের কাছে ভয়-ভীতি দেখাচ্ছে। তার বিরুদ্ধে হত্যা, গুমসহ প্রায় ১৩টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

রাত পৌনে নয়টার দিকে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বার্তা ২৪.কমকে বলেন, 'ভোটারদের ভয়ভীতি দেখানোর জন্য দলবল নিয়ে প্রকাশ্যে অস্ত্রসহ সীমান্ত ব্রিজে অবস্থান করে সে। ওই সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের অবস্থান টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ছোঁড়ে তারা। পালিয়ে যাওয়ার সময় তাকে অস্ত্রসহ আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

এ সম্পর্কিত আরও খবর