ঝিনাইদহ জেলার উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বইছে। এতে জনজীবন জবুথবু হয়ে পড়েছে। গত ৩ দিন ধরে নামছে শীতের পারদ। তীব্র শীতে কষ্ট পাচ্ছে ছিন্নমূল মানুষ। শীতের কামড় থেকে রক্ষা পেতে মানুষ আগুন পোহাচ্ছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে রাস্তাঘাটে কম মানুষের দেখা মেলে। শীতে তারা জবুথবু। মানুষের পাশাপাশি প্রাণীরাও কাতর হয়ে পড়েছে। গবাদি পশুকে শীত থেকে রক্ষা করতে মালিক গায়ে চট জড়িয়ে দিয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকালে ঝিনাইদহে তাপমাত্রা কমে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।