রাজধানীর ধোলাইপার এলাকায় তুরাগ পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের ঘটনায় কোন হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (২৯ নভেম্বর) ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বার্তা২৪. কমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা এরশাদ হুসাইন।
তিনি বলেন, ভোর রাতে রাজধানীর ধোলাইপার এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় কোন হতাহতের তথ্য নেই বলেও জানান তিনি।