পোষা কুকুর হত্যায় আদালতে মামলা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, বরগুনা | 2023-11-29 12:29:09

বরগুনা সদরের খাকবুনিয়ায় একটি পোষ্য কুকুরকে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন কুকুরের মালিক আনিসুর রহমান।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাণী কল্যাণ, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলাটি করা হলে বিচারক মাহবুব আলম আসামিদের বিরুদ্ধে সামন জারি করেন।

আসামিরা হলেন, সদরের খাকবুনিয়া গ্রামের রাকিব পঞ্চয়েত, মাওলা পঞ্চায়েত ও আবু পঞ্চায়েত।

আদালত ও মামলার বরাতে বাদী পক্ষের আইনজীবী নেপোলিয়ন বলেন, আসামিরা গত ২৬ নভেম্বর ফাঁদ পেতে বাদী আনিসুরের একটি পোষ্য কুকুরকে পিটিয়ে ও লোহার টেঁটা দিয়ে আঘাত করে হত্যা করে। কুকুরটির পাঁচটি দুধের ছানা রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাণী কল্যাণ, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আনিসুর রহমান। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সামন জারি করেছেন। তাদের বিরুদ্ধে এলাকার শতাধিক কুকুরকে হত্যার অভিযোগ রয়েছে।

বাদী আনিসুর রহমান বলেন, শুধু আমার পোষা কুকুরই নয়, এ ঘটনার দুইদিন আগে আমাদের গ্রামের খবির উদ্দিন ও খলিল হাওলাদারের দুইটি পোষা গর্ভবতী কুকুরকে একইভাবে পেটিয়ে হত্যা করে আসামিরা। এভাবে নিষ্ঠুরভাবে প্রাণী হত্যায় তাদের কঠিন শান্তি চাই।

এ বিষয় জানতে যোগাযোগের চেষ্টা করলেও আসামি পক্ষের কারও কোন বক্তব্য পাওয়া যায়নি। 

এ সম্পর্কিত আরও খবর