শৈত্যপ্রবাহের মধ্যেই ভোটের দিন রোদের সম্ভাবনা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-26 08:53:19

ঢাকা: রাত পোহালেই সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু ভোটের দিনের গরম আবহাওয়াকে শীতল করে দিচ্ছে দেশ জুড়ে চলা শৈত্যপ্রবাহ।

তবে সম্ভাবনার কথা শোনাচ্ছে আবহাওয়া পরিদপ্তর। ভোটের দিন রোববার (৩০ ডিসেম্বর) শৈত্যপ্রবাহের মধ্যেই রৌদ্রজ্জ্বল আকাশ দেখা যাবে বলে আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গেছে। 

শনিবার (২৯ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর সূত্রে আবহাওয়ার এই পূর্বাভাস জানা যায়।

আবহাওয়া অফিস থেকে জানায়, ভোটের দিন আকাশের অবস্থা ও তাপমাত্রার অবস্থা বেশ ভালো থাকবে। সারা দিনভর রোদের দেখা পাওয়া যাবে দেশ জুড়ে। এছাড়া দেশের বেশ কয়েকটি অঞ্চলের তাপমাত্রাও উষ্ণ থাকবে। এ ক্ষেত্রে তাপমাত্রা সর্বোচ্চ ২৫ থেকে ২৬ ডিগ্রি পর্যন্ত হতে পারে। 

তবে ভোট গণনা অর্থাৎ বিকেল বেলা থেকে তাপমাত্রা পড়তে থাকবে। বেলা গড়ালে পুনরায় শৈত্যপ্রবাহ দেখা দেওয়া শুরু করবে। যা পরের দিন সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত বজায় থাকবে। তাই বলা যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের গরম গরম ভোটের ফলাফলের খবর কম্বলের ভেতরে থেকেই জানতে হবে।

আবহাওয়া অফিস সূত্রে আরও জানা গেছে, ডিসেম্বরের ২৬ তারিখ থেকেই সারা দেশে চলছে শৈত্যপ্রবাহ। তাই ভোটের দিন বেলা বাড়ার সঙ্গে আকাশ পরিষ্কার হলেও সন্ধ্যার পর থেকে আবার শৈত্যপ্রবাহের আভাস পাওয়া যাবে।

৩০ তারিখের আবহাওয়া সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক আয়েশা খাতুন বার্তা২৪.কমকে বলেন, ‘রোববার দিনের বেলায় স্থানভেদে দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা অঞ্চলভেদে ২৩, ২৪, ২৫ বা ২৬ ডিগ্রি থাকতে পারে। সেই ক্ষেত্রে বলা যায় দিনের বেলায় রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকতে পারে। তবে সন্ধ্যার দিক আবারও তাপমাত্রা কমে যাবে। এ অবস্থা চলবে জানুয়ারি মাসের ৩-৪ তারিখ পর্যন্ত’।

এ সম্পর্কিত আরও খবর