ঢাকা বিভাগীয় কার্যালয়ে ১৮ জনের মনোনয়ন দাখিল

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-11-29 17:35:08

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর সেগুনবাগিচা রিটার্নিং কার্যালয়ে মোট ১৮ জন ম‌নোনয়ন দা‌খিল ক‌রে‌ছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ঢাকা বিভা‌গীয় কমিশনার মো. সা‌বিরুল ইসলাম।

বুধবার (২৯ ন‌ভেম্বর) সন্ধ্যায় সেগুনবাগিচার রিটার্নিং অফিসের কার্যালয়ে এক সংবাদ স‌ন্মেল‌নে তি‌নি এসব জানান।

মো. সা‌বিরুল ইসলাম ব‌লেন, বাংলা‌দেশ আওয়ামী লীগের ৬ জন, জাতীয় পার্টির ৩ জন, ন্যাশনাল পিপল পার্টি (এনপিপি) ৪ জন, জাতীয় পার্টি (জেপি) ১ জন, জাকের পার্টি ২ জন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাস‌দ) থেকে ২ জন ম‌নোনয়ন দা‌খিল ক‌রে‌ছেন।

তথ‌্য পর্যা‌লোচনায় দেখা গে‌ছে,

ঢাকা ৪ আসনের জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সৈয়দ আবু হোসেন, জাকের পার্টি থেকে জমা দিয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে জমা দিয়েছেন মোঃ মোশাররফ হোসেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জমা দিয়েছেন সানজিদা খানম।

ঢাকা ৬ আসন থেকে জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মোঃ সাঈদ খোকন, ঢাকা ৭ আসন থেকে জমা দিয়েছেন জাকের পার্টি বিপ্লব চন্দ্র বণিক, ঢাকা ৮ আসন থেকে জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের আ,ফ,ম বাহাউদ্দিন, ঢাকা ৯ আসন থেকে জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী, ঢাকায় ১১ আসন থেকে জমা দিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোঃ মিজানুর রহমান, ঢাকা ১২ আসন থেকে জমা দিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) শাহিন খান এবং বাংলাদেশ আওয়ামী লীগের আসাদুজ্জামান খান, ঢাকা ১৪ আসন থেকে জমা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মোঃ আবু হানিফ, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ মাহবুব মোড় এবং জাতীয় পার্টির শেখ শহিদুল ইসলাম, ঢাকা ১৫ আসন থেকে জমা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের মোহাম্মদ শামসুল ইসলাম এবং বাংলাদেশ আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার এবং ঢাকা ১৭ আসন থেকে জমা দিয়েছেন জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের এবং একই দলের শেরীফা কাদের।

এ‌র আ‌গে গতকাল মঙ্গলবার ৬ টি ম‌নোনয়ন দা‌খিল হ‌য়ে‌ছি‌লো। এ নি‌য়ে মোট ২৪‌ টি ম‌নোনয়ন দা‌খিল হ‌য়ে‌ছে ঢাকা বিভা‌গীয় কার্যাল‌য়ে।

এ সম্পর্কিত আরও খবর