সৌদিতে রাষ্ট্রদূত হিসেবে মেয়াদ বাড়ল জাবেদ পাটোয়ারীর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-29 20:06:11

সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে আরও দেড়বছর দায়িত্ব পালন করবেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বুধবার (২৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে ২০২৪ সালের ৩ ফেব্রুয়ারি থেকে এক বছর ছয়মাস (দেড়বছর) মেয়াদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এর আগে ২০২০ সালের ১৩ এপ্রিল ৩ বছরের চুক্তিতে সোদি আরবের রাষ্ট্রদূত হিসেবে জাবেদ পাটোয়ারীকে নিয়োগ দেয় সরকার। ২০১৮ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন জাবেদ পাটোয়ারী। 

এ সম্পর্কিত আরও খবর