টাঙ্গাইলের বসাইলে শিয়ালের কামড়ে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বাসাইল পৌরসভার দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ফাতেমা বেগম (৭৫) বাসাইল পৌরসভার দক্ষিণ পাড়া এলাকার মৃত চান খা'র স্ত্রী। একই এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে মঙ্গল মিয়া (৬৫), জাকির হোসেনের ছেলে রাফি (৩), শফিকুল ইসলামের ছেলে শিশির (২৩), জাহিদুল ইসলামের মেয়ে উর্মি (১৪)।
বাসাইল পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রিন্স মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ঘর থেকে বের হলে একটি শিয়াল তাদের কামড় দেয়। ডাক চিৎকারের শব্দ পেলে স্থানীয়রা উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দুইজনের অবস্থা আশস্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন।
আহত শিশির জানান, আমি বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম। মাঠে আসা মাত্রই আমার পায়ে কামড় দেয়। পরে আমি হাত দিয়ে ঘুষি দিলে আমার হাতেও কামড় দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ডি এম রাফিউর রহমান জানান, শিয়ালের কামড়ে আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাঁচজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বাসাইল পৌরসভার কাউন্সিলর প্রিন্স মাহমুদ জানান, সন্ধ্যার দিকে বাসাইল দক্ষিণ পাড়া এলাকায় শিশুসহ পাঁচজনকে শিয়ালে কামড় দেয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তিনজনকে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।