স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন এমপি আসলাম

ঢাকা, জাতীয়

সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট | 2023-08-27 14:09:36

স্ত্রী মাকসুদা হক ও ভাগিনা সাকি পান্তকে সঙ্গে নিয়ে ভোট দিলেন ঢাকা- ১৪ আসনে নৌকা প্রতীকের এমপি প্রার্থী আসলামুল হক আসলাম।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টা নাগাদ রাজধানীর জুভেনির কেয়ার স্কুলে তিনি ভোট প্রদান করেন। এ কেন্দ্রে ভোটারের সংখ্যা ১ হাজার ৮১৪ জন।

ভোট দেওয়ার পর আসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, মানুষ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে রায় দেবে। যেখানেই যাচ্ছি সেখানেই নৌকার জোয়ার সৃষ্টি হতে দেখেছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার আসনে বিএনপির কোনো এজেন্ট বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেনি।

ঢাকা-১৪ আসনে নৌকা, ধানের শীষ, লাঙ্গল, হাতপাখা ও টেলিভিশন প্রতীকের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল থেকেই এ আসনের ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ও মহিলা ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সবচেয়ে বড় লাইন দেখা গেছে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জুভেনির কেয়ার স্কুল কেন্দ্রে। সকালের দিকে এ দুই কেন্দ্রের বুথ থেকে লাইন প্রধান সড়কে গিয়ে ঠেকে।

২০০৮ সালে নির্বাচনের পূর্বে জনসংখ্যার ভিত্তিতে আসন চূড়ান্ত করলে, সাভারের কাউন্দিয়া ইউনিয়ন ও ঢাকা সিটি করপোরেশনের ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-১৪ আসনটি গঠিত হয়। এ আসনে ৪ লাখ ৬ হাজার ৫৩৪ জন ভোটার রয়েছে। ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী আসলামুল হক বিএনপি প্রার্থী এসএ খালেককে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করে। পরের বার ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন আসলামুল হক।

এ সম্পর্কিত আরও খবর