প্রশাসন নিরপেক্ষ থাকলে বিএনপি জিতবে: রিটা রহমান

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 15:20:46

রংপুর-৩ আসনে নির্বাচন করছেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত রিটা রহমান। রোববার (৩০ ডিসেম্বর) সকালে ভোটকেন্দ্র পরিদর্শনে বের হন তিনি। বেলা ১১টার মধ্যে নগরীর বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।

ইভিএম প্রসঙ্গে রিটা রহমান বলেন, ‘আমাদের তো মেশিন বলে একটা ভীতি আছে। যে এক্সেস কার্ডটা দিয়ে ইভিএম ভোট নেওয়া হচ্ছে, সেটা নিয়েও শঙ্কা রয়েছে। তারপরও প্রশাসন যদি শেষ পর্যন্ত নিরপেক্ষ থাকে তাহলে তো ধানের শীষেরই জয়ী হবার কথা। ভোটের মাঠে জনগণের যে সাড়া পেয়েছি, তাতে আমরাই জিতব।’

ভোটকেন্দ্রের সকালের পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘সো ফার সো গুড। গর্ববোধ করছি। আমাদের রংপুর-৩ আসনে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনেরও যথেষ্ট সহযোগিতা রয়েছে।’

বিএনপি সমর্থিত এ প্রার্থী বলেন, ‘সকাল থেকে যেসব কেন্দ্র পরিদর্শন করেছি, ভালো অবস্থা রয়েছে। কোথাও তেমন কোনো সমস্যা হয়নি। পোলিং এজেন্টরাও আছেন। তাদেরকে আমাদের দিকনির্দেশনাও দেওয়া রয়েছে। সমস্যা হলে জানতে পারব।’

ভোটারদের উপস্থিতি নিয়ে তিনি বলেন, ‘রংপুরের একটা ঐতিহ্য আছে। আমরা একটু দেরি করে শুরু করি। এখনো পর্যন্ত যারা এসেছেন সেটাও সন্তোষজনক।’

রিটা রহমান বলেন, ‘নেতাকর্মী থেকে সাধারণ মানুষের উপর যে নির্যাতন হয়েছে। তার জবাবটা মানুষ ভোটের মাধ্যমে দেবে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম সারাদেশের ছয়টি আসনে ভোটগ্রহণে ইভিএম ব্যবহার হচ্ছে। এরমধ্যে রংপুর-৩ আসন একটি। এ আসনে মোট ভোটার চার লাখ ৪১ হাজার ৬৭১ জন। এখানকার ১৭৫টি কেন্দ্রের ৯০৬টি ভোটকক্ষে ভোট দিচ্ছেন ভোটাররা।

এ সম্পর্কিত আরও খবর