গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি মো: নুরুল ইসলামের স্মরণসভা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-06 23:51:55

 

মঙ্গলবার(৫ ডিসেম্বর) বিকাল ৪.০০ ঘটিকায় গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি, প্রখ্যাত শ্রমিক নেতা , সুবক্তা, বীর মুক্তিযোদ্ধা  মো: নুরুল ইসলামের ১৫তম প্রয়াণ দিবসে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয় ৭৯, কাকরাইল (মায়াকানন),  ঢাকায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

স্মরণসভায় সভাপতিত্ব করেন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. শহীদুল্লাহ্ সিকদার। এতে প্রয়াত সভাপতি মো: নুরুল ইসলাম এর জীবন সংগ্রাম, ৪ র্থ শ্রেণির কর্মচারী দের আন্দোলন, শ্রমিক আন্দোলনে তাঁর অবদান তার পুত্র পুচির তাৎক্ষণিক মৃত্যু এবং ০৪ ডিসেম্বর  এম এইচ এ পার্টির সাবেক সভাপতির অগ্নিদগ্ধ হয়ে রহস্য জনক মৃত্যু নিয়ে আলোচনা ও শোক প্রকাশ করা হয়। স্মরণ সভায় প্রয়াত জননেতার জীবনের উপর আলোচনা করেন পার্টির সাধারণ সম্পাদক এবং কিশোরগঞ্জ- ১ আসনের এমপি পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, যুগ্ম  সাধারণ সম্পাদক  ফরিদ আহাম্মদ, এ্যাড.  ফুয়াদ হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য কমল ঘোষ, মিরাজুল ইসলাম জামান, ফণীন্দ্র সরকার, মো : কামরুল ইসলাম, হরি প্রসাদ মিত্র,শফি রেজা নুর মজুমদার কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন খান মিল্কি আরজু, আ. শাদীদ আহমেদ সাদী,মো: সোহরাব হোসেন, শরীফ ইকবাল হামিদ মো : শহীদুল্লাহ, শুভ আল মাহমুদ, মো: সাইফুল ইসলাম খান প্রমুখ। সভা পরিচালনা করেন পার্টির যুগ্ম সম্পাদক জনাব খায়রুল আলম।সভাশেষে মরহুমের মাগফেরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়।

 

এ সম্পর্কিত আরও খবর