মিরপুরে ককটেল বিস্ফোরণ

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 16:16:45

ঢাকা-১৬ আসনের মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ (বালক) ভোটকেন্দ্রের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ খবর পাওয়া গেছে। তবে এতে কেউ আহত হয়নি বলে স্থানীয়রা জানিয়েছে।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার সময় ভোটকেন্দ্রটির গেটের সামনে পরপর দু’টি বিস্ফোরণের সংবাদ দিয়েছেন স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান।

তিনি বার্তা২৪.কমকে বলেন, আমি ভোট দিতে ভেতরে গেছিলাম। তখন বাইরে বিকট শব্দ পেয়েছি। এর ঠিক ৪০ মিনিট পর আবার একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে ওই শব্দের উৎস ছিলো- ভোটকেন্দ্র থেকে অনেক দূরে।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লাহ বার্তা২৪.কমকে বলেন, আমি ককটেল বিস্ফোরণের খবর শুনেছি। আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো, তারা যেন কঠোর ব্যবস্থা নেয়। একটি গ্রুপ ভোটে পরাজয়ের সম্ভাবনা দেখে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। আমার বিজয় সুনিশ্চিত।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কামরুজ্জামান বার্তা২৪.কমকে বলেন, ভেতরে কোনো সমস্যা হয়নি, ভোট পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুপুর পর্যন্ত ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৯৯৪ জন।

এ সম্পর্কিত আরও খবর