ঘন কুয়াশায় গাজীপুরে বেড়েছে সড়ক দুর্ঘটনা 

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2023-12-10 13:05:40

ঘন কুয়াশার কারণে গাজীপুরে বেড়েছে সড়ক দুর্ঘটনা। তীব্র গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকের কারণেও মহাসড়কে ঘটছে দুর্ঘটনা।

রোববার (১০ ডিসেম্বর) ভোর থেকে ঘন কুয়াশার প্রভাবে জেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দুটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।

এর মধ্যে একটি কালিয়াকৈর উপজেলার পল্লিবিদ্যুৎ এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে ধাক্কায় দুই জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অপরদিকে ভোর ৬ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস ফ্লাইওভারে ঢাকাগামী পীরগঞ্জ এক্সপ্রেসের দ্রুতগামী যাত্রীবাহী বাস পেছন থেকে একটি যাত্রীভর্তি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ির কিছু অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা চারজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।

এ ব্যাপারে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাদাৎ হোসেন বার্তা২৪কে বলেন, হঠাৎ ঘন কুয়াশার প্রকোপ বৃদ্ধির কারণেই মহাসড়কে দুর্ঘটনা বেড়েছে। এ অবস্থায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সড়কে চলাচলরত সকল যানবাহনকে গতি কমিয়ে সাবধানতার সাথে চালানোর জন্য সতর্ক করা হবে। পাশাপাশি যারা বিধিনিষেধ মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর