দুই দিনের মধ্যে গেজেট

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-15 05:27:22

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা তৃতয়ীবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

রোববার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভোটে ২৯৮টি আসনের ২৬৫টিই পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফল আনুষ্ঠানিক বলে বিবেচিত হবে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দিন আহমেদ জানিয়েছেন দু'দিনের মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের ফল নিয়ে গেজেট প্রকাশ করা হবে।

রোববার দিবাগত রাতে ইসি থেকে একাদশ জাতীয় নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩১ ডিসেম্বের) বিকেল সাড়ে তিনটায় সিইসি আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন বলে জানা গেছে। এরপর পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে।

রোববার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা (দুই-তৃতীয়াংশ আসন) পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ২৯৯টি আসনের মধ্যে এককভাবে ২৫৯টি আসনে জয় পেয়েছে দলটি।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশন (ইসি) ভবনে টাঙানো হয়েছে। সোমবার সকাল ৭টায় ইসির মূল ভবনের সামনে সকল জেলার বিজয়ী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোটের বিবরণ বোর্ডে ঝুলিয়ে দিয়েছে ইসি।

এ সম্পর্কিত আরও খবর