মাজার জিয়ারতে সিলেটের পথে খালেদা

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-24 18:34:49

হযরত শাহজালাল (র.) এবং শাহপরানের (র.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে করতে সড়কপথে সিলেটের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সকাল ৯টার খানিক পরেই গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা দেন। খালেদা জিয়ার এই সফরে গাড়িবহর নিয়ে তার সঙ্গী হয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারাও। তবে এটা কোনো রাজনৈতিক কর্মসূচি বা নির্বাচনী প্রচারণার অংশ নয় বলে জানিয়েছেন বিএনপির এক শীর্ষ নেতা। সিলেটে পৌঁছে খালেদা সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে সিলেটেই রাতযাপন করতে পারেন অথবা আজ রাতেই তিনি ঢাকায় ফিরবেন - এ বিষয়ে সেখানে গিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার তিনদিন আগে মাজার জিয়ারত করতে যাচ্ছেন। এদিকে সোয়া আটটায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন,বেগম খালেদা জিয়ার সিলেট সফর নির্বাচনী প্রচারণা অংশ নয়, তিনি হজরত শাহজালাল (র.) এবং শাহপরাণ (র.) মাজার জিয়ারতের উদ্দেশে সিলেট যাচ্ছেন। এটা রাজনৈতিক প্রচারণা নয়, নির্বাচনী প্রচারণা নয়, সাংগঠনিক সফরও নয়। এক বছর আগে নির্বাচনী প্রচারণার অর্থ হয় না। এখনোতো লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি। কিসের নির্বাচনী প্রচারণা। তবে কোনো দল চাইলে তারা নির্বাচনী প্রচারণা করতে পারে, এটা তাদের বিষয়। তিনি বলেন, সাধারণ নাগরিকের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি সিলেট সফরে যাচ্ছেন, তাঁর নিরাপত্তার দায়িত্ব সরকারে আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারস বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবেন আদালত। বিষয়টি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চলছে আক্রমণাত্মক বাবগযুদ্ধ। রায় ঘোষণার দিনটিকে সামনে রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বিএনপির কয়েকজন শীর্ষ নেতাসহ ৫ শতাধিক নেতাকর্মীকেও।  রায় বিপক্ষে গেলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন দলের চেয়ারপারসন। অন্যদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া নিয়েও সরকারি দলের সঙ্গে টানাপড়েন চলছে বিএনপির।  এমন পরিস্থিতিতে মাজার জিয়ার করতে সিলেট গেলেন খালেদা জিয়া।

এ সম্পর্কিত আরও খবর