পুলিশের অস্ত্র ছিনতাইয়ের দায়ে জাসদ নেতা গ্রেফতার

ময়মনসিংহ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ময়মনসিংহ | 2023-08-31 12:59:09

কেন্দ্রীয় জাসদের সহ-সম্পাদক ও ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি শফিকুল ইসলাম মিন্টুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তিনি ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন।

ভোট শুরুর আগ মুহূর্তে পুলিশের অস্ত্র ছিনতাই, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩১ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম জানান, ভোটের দিন সকাল সাড়ে ৭ টার দিকে ফুলবাড়িয়ার তেলিগ্রাম নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের উপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাই, মারধর ও সরকারি কাজে বাধা দেয়া হয়। এ ঘটনায় ফুলবাড়িয়া থানার এএসআই জাহাঙ্গীর এ আসনের স্বতন্ত্র প্রার্থী মিন্টুসহ ১৯ জনের নামে মামলা করেন।

শফিকুল ইসলাম মিন্টু ওই আসনের জাসদের প্রার্থী থাকলেও পরে দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র হয়ে নির্বাচন করেন।

এ সম্পর্কিত আরও খবর