৩ জানুয়ারি শপথ নেবেন সংসদ সদস্যরা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-30 09:05:48

আগামী ৩ জানুয়ারি সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নব-নির্বাচিত সাংসদরা শপথ নেবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার (১ জানুয়ারি) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) সংলাপে অংশ নিয়ে এ কথা জানান তিনি।

ইনু জানান, ইতোমধ্যে নির্বাচনের অনানুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। বুধবারের মধ্যে গেজেট প্রকাশ হয়ে যাবে। ৩ জানুয়ারি নির্বাচিতরা শপথ নেবেন।

তিন কারণে বিএনপির ভরাডুবি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, `জাতীয় নির্বাচনে প্রধান তিন কারণে বিএনপির এ ভরাডুবি হয়েছে। আর তা হলো- তাদের প্রার্থী জনগণের মাঝে যায়নি, তারা আয়েশি জীবনযাপন করেছে এবং তারা মনোনয়ন বাণিজ্য করেছে। জনগণ এসব মেনে নিতে পারেনি বলেই তাদের এই ভরাডুবি হয়েছে।’

বিএনপির ভরাডুবির আরও কিছু কারণ তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় নেতারা মিডিয়ায় চেহারা দেখানোর কাজে বেশি সময় দিয়েছে। কেন্দ্রীয় নেতারা মাঠে না গিয়ে প্রেস ব্রিফিংয়ের আশ্রয় নিয়েছে। আমি মনে করি ২ কোটি ২৫ লাখ নতুন ভোটার মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ছিল বলেই ভোটের ব্যবধান ঘটেছে । ফলে তারা এই নির্বাচনে বিএনপি, জামায়াত জোটকে ভোট দেয়নি।’

হাসানুল হক ইনু বলেন, ‘এ বছর ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল অনেক বেশি। বিগত যেকোনো সময়ের চেয়ে আমি ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি বেশি দেখেছি। এমনকি ভোটগ্রহণের শেষ সময়ে এসে লম্বা লাইনে মানুষ ভোট দিয়েছে। এবারের ভোটে সবচেয়ে বেশি শান্তিপূর্ণ পরিবেশ ছিল। বিদেশি পর্যবেক্ষকরাও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছেন। এমনকি দেশীয় মিডিয়াগুলোও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি অভিযোগ করে বলেছে তাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আমি তাদের এই অভিযোগ প্রত্যাখ্যান করছি। তারা এটা সঠিক বলেনি। তারা মূলত কোনো এজেন্টই দিতে পারেনি। বিএনপি নির্বাচনে হারলে তা প্রত্যাখ্যান করে, এটা তাদের বদ অভ্যাস।’

এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, ‘আমরা আপাতত কোনো সংকট দেখছি না। আমরা বিগত সময়ে একটি সংগ্রামের মধ্যে দিয়ে পার হয়েছি। এটা স্বাভাবিক যে, বিরোধীরা বিরোধিতা করবে। জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসবে। আর প্রধানমন্ত্রী চাইলে তারা মন্ত্রিসভায় আসতে পারে।’

এ সম্পর্কিত আরও খবর