শীতের শেষে আসছে আরেক দফা শৈত্যপ্রবাহ

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-25 19:57:40

শেষ হয়ে যাওয়ার আগে শীত আরেক দফা কাঁপন ধরাবে বলে আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। চলতি ফেব্রুয়ারির প্রথম ভাগেই একটি মুদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ। তিনি গণমাধ্যমকে বলেন, “মাসের প্রথমার্ধ্বে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের উপর দিয়ে একটি মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।” এই শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এসময় দেশের নদ-নদীর অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। গত মাসজুড়ে দেশের বিস্তীর্ণ অঞ্চলে শীতের তীব্রতা ছিল। প্রায় সপ্তাজুড়ে শৈত্য প্রবাহ চলার মধ্যে গত ৮ জানুয়ারি  তেঁতুলিয়ায় তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, যা দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। শৈত্যপ্রবাহ কেটে যাওয়ার পর জানুয়ারির একদম শেষ দিক থেকে তাপমাত্রা বাড়তে থাকে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় হলেও তা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মধ্য ফেব্রুয়ারিতে শীত বিদায় নেবে বলে আবহাওয়াবিদদের আভাস। তারা সেই সঙ্গে বলছেন, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধ্বে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২ দিন শিলা বৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে।

এ সম্পর্কিত আরও খবর