বৃহস্পতিবার দুই দফায় এমপিদের শপথ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 15:08:14

একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ পাঠ আগামী বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুই দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফা শুরু হবে ঐদিন সকাল ১০টায়।

জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করাবেন।

সংসদের আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, শপথ কক্ষের ধারণক্ষমতা কম হওয়ায় দুই দফায় শপথ পাঠ করানো হবে। বুধবারের মধ্যে নির্বাচন কমিশন সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করার পরই নতুন এমপিদের ফোন করে শপথের কথা জানিয়ে দেওয়া হবে।

এর আগে আজ মঙ্গলবার দুপুরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘ইতোমধ্যে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অনানুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। বুধবারের মধ্যে গেজেট প্রকাশ হয়ে যাবে। ৩ জানুয়ারি নির্বাচিতরা শপথ নেবেন।’

পরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, আগামীকালের (বুধবার) মধ্যে নির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ হয়ে যাবে। এরপরই নির্বাচিতরা শপথ নেবেন।

এ সম্পর্কিত আরও খবর