চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ববিরোধের জের ধরে আপন ফুফাতো ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুলি করে হত্যা করেছে একাধিক মামলার আসামি তৌহিদুল ইসলাম নামের এক ব্যক্তি।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বারৈয়ারঢালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড লালানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নুরুল মোস্তফা বজল (৫৮)। তিনি পশ্চিম লালানগর সুবেদার বাড়ীর সুবেদার মুজিবুল হকের ছেলে এবং বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি বলে জানা গেছে। অভিযুক্ত তৌহিদ নিহত বজলের আপন মামাতো ভাই।
পুলিশ যায়, লালানগর গ্রামের বাসিন্দা চিহ্নিত ডাকাত বহু মামলার আসামি তৌহিদুল ইসলামের সাথে নুর মোস্তফা বজলের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারা দুজন আপন মামাতো ফুফাতো ভাই। বজল ওই এলাকার সমাজ প্রতিনিধি। তৌহিদ হত্যা, ডাকাতি, মাদক, চুরি বহু মামলার আসামি। তৌহিদ ডাকাত তাই তাকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না এমন ঘোষণা দেয় সমাজ প্রতিনিধি বজল। রোববার সন্ধ্যায় তৌহিদ এলাকায় আসলে বজলের সঙ্গে দেখা হয়। পরে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তৌহিদের নেতৃত্বে আরও কয়েকজন বজলকে এলোপাতাড়ি কোপায়। এতে তার একটি হাতও বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বজলকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বার্তা২৪.কম-কে বলেন, পূর্ববিরোধের জের ধরে মামাতো ভাইয়ের হাতে খুন হন ফুফাতো ভাই। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাদের দলীয় পদ পদবী কী সেটা জানি না। হত্যাকারী তৌহিদ একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, মাদকসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। তাকে গ্রেফতার করতে অভিযান চলছে।