প্রতিবছর শীতের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ছুটে আসে হাজার হাজার অতিথি পাখি। এবারো এসেছে। তবে তাদের অবাধ বিচরণ দেখে বোঝার উপায় নেই তারা এ দেশের অতিথি। এদেশের নদ-নদী, হাওর-বাঁওড় যেন খুব ভালোবাসে তারা। এগুলো যেন তাদের কাছে সুদীর্ঘকাল ধরে পরিচিত।
বুধবার (২ জানুয়ারি) বিকেলে সরেজমিনে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার রামরাই দিঘিতে হাজার হাজার পাখির দেখা মেলে। পুরো দিঘি এলাকা যেন পাখির রাজ্যে পরিণত হয়েছে। আর তা দেখেই মুগ্ধ দর্শনার্থীরা। এছাড়া পাখিগুলো যাতে কেউ শিকার করতে না পারে সে ব্যাপারে সর্বদা সজাগ রয়েছে স্থানীয়রা।
পাখি দেখতে আসা দর্শনার্থী সুমি বলেন, ‘পাখিগুলো দেখে অনেক ভালো লাগছে। মুগ্ধ হয়ে গেলাম। আবারো এখানে আসব।’
ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) মৌসুমী আফরিদা বার্তা২৪.কমকে বলেন, ‘পাখি শিকার করা দণ্ডনীয় অপরাধ। তাই সকলকে অতিথি পাখি শিকার না করার আহ্বান জানাচ্ছি।’