নির্বাচনী পোস্টার অপসারণ শুরু  

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম | 2023-09-01 02:04:51

বরিশালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার তিনদিন পরে নির্বাচনী পোস্টার, ব্যানার ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ জানুয়ারী) সকাল থেকে নগরীর সদররোড, সোহেল চত্বর, ফজলুল হক এভিনিউসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা এই অপসারণ কার্যক্রম শুরু করে।

নির্বাচনী প্রচারনায় ব্যবহৃত পোস্টার, ব্যানার অপসারণে করপোরেশনের দুটি ট্রাক এবং ৮ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করছে বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা ডা. রবিউল ইসলাম।

তিনি জানান, শহরকে পরিচ্ছন্ন রাখতে নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। আমরা আশা করছি একদিনের মধ্যে সিটি করপোরেশন এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোর পোস্টার, ব্যানার অপসারণ করতে পারবো। পাশাপাশি বাকি সড়কগুলোর পোস্টার আগামী দুই একদিনের মধ্যে অপসারণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

এর আগে নগরবাসীকে পরিচ্ছন্ন বরিশাল উপহার দিতে গত বুধবার (২৬ ডিসেম্বর) মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশনর কর্তৃপক্ষ। ওই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এদিকে শুধু সিটি করপোরেশন এলাকা নয় জেলার প্রত্যেকটি উপজেলার বিভিন্ন স্থানে এখনো নির্বাচনী পোস্টার, ব্যানার ঝুলতে দেখা গেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম জানান, জেলা পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত উপকরণ অপসারণ কাজ সম্পন্ন হবে।

উল্লেখ্য, গত রোববার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

 

এ সম্পর্কিত আরও খবর