ফেনী-৩ আসনের সোনাগাজী উপজেলায় লাঙল প্রতীকের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে জাল ভোট দিতে গিয়ে ১৩ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (৭ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার পৃথক তিনটি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জাল ভোট দেওয়ার অভিযোগে উপজেলার উত্তর চর মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ জন, সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজনসহ মোট ১৩ জনকে আটক করা হয়েছে।
সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তূর্য সাহা বলেন, দুপুর ১২টার দিকে কেন্দ্রের ভেতর ২০-৩০ জন ছেলে এসে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। তারা লাঙল প্রতীকে জোরপূর্বক সিল দিয়ে বাক্সে ফেলে। দায়িত্বরত ম্যাজিস্ট্রেট খবর পেয়ে কেন্দ্রে পৌঁছালে তারা পালিয়ে যায়। এ সময় একজনকে আটক করে পুলিশ।
উত্তর চর মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক এহসানুল হক বলেন, জাল ভোট দেওয়ার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছে।
ফেনী-৩ আসনে জাতীয় পার্টির লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী লাঙল প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহ ঈগল প্রতীকে, তৃণমূল বিএনপির আজিম উদ্দিন আহমেদ সোনালী আঁশ, বাংলাদেশ সুপ্রিম পার্টির তবারক হোসেন একতারা, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আবু নাসির চেয়ার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিজাম উদ্দিন মোমবাতি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের জোবায়ের ইবনে সুফিয়ান ছড়ি, আবুল কাশেম আজাদ ট্রাক এবং ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহম্মেদ সৈকত কাঁচি প্রতীকে লড়ছেন। শুক্রবার (৫ জানুয়ারি) এ আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল কবীর (রিন্টু আনোয়ার) নির্বাচন থেকে সরে দাঁড়ান।
ফেনী-৩ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৩৫২ জন। এদের মাঝে পুরুষ ভোটার ২ লাখ ৪৫ হাজার ৬৫৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৬৯২ জন। অপরদিকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।