দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন সহিংসতায় কোনো মৃত্যু নেই, যা স্বস্তিদায়ক খবর বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।
রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোট গ্রহণ শেষে সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এই কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, নির্বাচনের ফলাফল চূড়ান্ত পাওয়ার পর আন্তর্জাতিক মাধ্যম ও জনগণ কি বলে তার ওপর আমরা বলবো নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে কিনা।
আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সরকার সহায়তা করেছে বলেই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়েছে।