চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনার কাজ। এরই মধ্যে বেশ কয়েকটি কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে।
সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফীন ট্রাক প্রতীকে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন।
এখনো পর্যন্ত পাওয়া সাতটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ট্রাক প্রতীকে কামারুল আরেফীন পেয়েছেন ২২ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেভিওয়েট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা মার্কায় পেয়েছেন ১৯ হাজার ৪২৮ ভোট।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর কামারুল আরেফীন বলেন, গণমানুষের চাওয়া ছিল ইনু হটাও মিরপুর-ভেড়ামারা বাঁচাও। তারই প্রতিফলন ঘটেছে।
তিনি বলেন, ‘আমি জনগণের নেতা, জনগনের জন্য কাজ করেছি। সবসময় জনগনের পাশে থাকবো। এলাকার মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেবো।
রোববার সকাল আটটা থেকে সারা দেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত চলে এই কার্যক্রম। এরপরই শুরু হয় ভোট গণণা। আজ সকালে শতবর্ষী মাকে নিয়ে সদরপুর ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন কামারুল আরেফীন।