নির্বাচনে অসাম্প্রদায়িক পরিবেশ বজায় ছিল

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 15:43:46

একাদশ সংসদ নির্বাচনে অসাম্প্রদায়িক পরিবেশ বজায় ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

শুক্রবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর প্রেসক্লাবের অডিটরিয়াম আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রানা দাশগুপ্ত বলেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি, একাদশ সংসদ নির্বাচনে মিডিয়াসহ জাতীয় ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের ফলে গুটি কয়েক বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো ধরনের সাম্প্রদায়িক হামলা বা নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি।’

তিনি আরো বলেন, ‘প্রতিবার সাম্প্রদায়িকতাকে নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু সবার প্রচেষ্টায় এবার পূর্ববর্তী ইতিহাসের কোনোরূপ প্রতিফলন ঘটেনি।’

এ সময় তিনি সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান। বক্তব্যে তিনি সারা দেশে যেসব অনাকাঙ্ক্ষিত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা তুলে ধরেন এবং সাম্প্রদায়িক নির্যাতনমুক্ত একটি সংসদ নির্বাচনের জন্য সবাইকে ধন্যবাদ দেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইউবার্ট গোমেজ, সভাপতিমণ্ডলীর সদস্য নিম চন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও, কাজল দেবনাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সহ সংগঠনের কর্মীবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর