রাঙ্গা বিরোধীদলের চিফ হুইপ

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 15:05:14

জাতীয় পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা এমপিকে বিরোধীদলের চিফ হুইপের দায়িত্ব প্রদান করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এই দায়িত্ব প্রদান করেছেন।

শনিবার (৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে চতুর্থবারের মতো সংসদনেতা নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় এরশাদ বলেন, জননেত্রী শেখ হাসিনার এই কৃতিত্ব শুধু বাংলাদেশের ইতিহাসে নয়- গণতান্ত্রিক বিশ্বে বিরল। এটা গণতন্ত্রের জন্য সম্মানের। বার্তায় তিনি আশা প্রকাশ করেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা আরও বেগবান হবে। এরশাদ বার্তায় দেশ ও জাতির কল্যাণে বিরোধী দল সব সময় সরকারকে সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন।

ওই বার্তায় এরশাদ ড. শিরীন শারমিন চৌধুরীকে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এর আগে এরশাদ এক চিঠিতে জানান, তিনি নিজে সংসদের বিরোধীদলের নেতা ও তার ভাই জিএম কাদের বিরোধী দলের উপনেতার দায়িত্ব পালন করবেন।

এ সম্পর্কিত আরও খবর