দেশের মাটিতে সৈয়দ আশরাফের মরদেহ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 05:59:46

আওয়ামী লীগের সাবেক ও মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছে।

শনিবার (৫ জানুয়ারি) সোয়া ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করে আনা হয়েছে বলে বার্তা২৪কে নিশ্চিত করেছে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এরপর ৬টা ২৭ মিনিটে ভিভিআইপি গেট দিয়ে লাশবাহী গাড়ি বের হয়।

মরদেহ বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রহণ করেন।

বিমানবন্দর থেকে ২১ বেইলি রোডের সৈয়দ আশরাফের সরকারি বাসাভবনে নিয়ে আনা হচ্ছে। এবং বাসা থেকে তার মরদেহ রাতে সিএমইচের হিমঘরে রাখা হবে।

রোববার( ৬ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার অংশ নেবেন। এই জানাজা সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংসদ ভবনের জানাজা থেকে রোববার দুপুর ১২টায় নিজ জেলা কিশোরগঞ্জে নেয়া হবে। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২ টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহে শেষ জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর বাদ আসর রাজধানীর ঢাকার বনানী কবরস্থানে সৈয়দ আশরাফের মরদেহ দাফন করা হবে।

এ সম্পর্কিত আরও খবর