চট্টগ্রামে পুলিশের প্রবাসী সহায়তা ডেস্ক উদ্বোধন

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-28 05:24:23

প্রবাসীদের আইনি সহায়তা দেওয়ার জন্য চট্টগ্রাম জেলা পুলিশের প্রবাসী সহায়তা ডেস্ক উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা পুলিশের কেক কেটে এ ডেস্কের  উদ্বোধন করেন।

শনিবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে প্রবাসী সহায়তা ডেস্ক উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি নুরে আলম মিনা বলেন, 'প্রবাসীরা যেন হয়রানি না হয় সে জন্য সব বিভাগে চিঠি লিখব। প্রবাসীদের সাথে যেন ভালো ব্যবহার করা হয় সেটি নির্দেশনা দেওয়া হবে। প্রত্যেক থানা আজ থেকে হেল্প ডেস্ক চালু করা হলো। প্রবাসীরা আসলেই রেমিট্যান্স যোদ্ধা। তা না হলে আমরা এলসি খুলতে পারতাম না।'

তিনি আরও বলেন, 'দ্রুত সময়ের মধ্যে আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। প্রবাসীরা হট নম্বরে যোগাযোগের জন্য আমি অনুরোধ করছি। কোন পুলিশ অসদাচরণ করলে সরাসরি আমাকে জানাবেন। আমরা সুন্দর একটি দেশের স্বপ্ন দেখি।'

অনুষ্ঠানে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসাইন বাবুল বলেন, 'আমাদের দীর্ঘদিনের দাবি ছিল প্রত্যেক উপজেলায় একটি হেল্প ডেস্ক করার জন্য। আজ আমরা পুলিশের হেল্প ডেস্ক পেয়েছি। চট্টগ্রামের প্রবাসীরা আর ঢাকায় দৌড়তে হবে না। পুলিশের কাছে গিয়ে সাধারণ প্রবাসীরা হয়রানি শিকার হবে না।'

ওমান প্রবাসী সিআইপি ইয়াসিন চৌধুরী বলেন, 'আমাদের চেহারা দেখে সবার বিচার করা যাবে না। প্রবাসের সবাই নিরীহ। অনেক কষ্ট করে প্রবাসীরা। কোন প্রবাসী বাংলাদেশে এসে অপরাধ করে না। রেমিট্যান্স যোদ্ধারা দেশে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। পুলিশরা প্রবাসীদের বন্ধু হবে আমরা সেটা আশা করি।'

জাপান প্রবাসী সিআইপি মোহাম্মদ কাজি সারওয়ার হাবিব বলেন, 'পুলিশ আছে বলে আমরা শান্তি পায়। প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে বেগবান করেছে। আমরা কাজ করে খায়। প্রবাসী সহায়তা ডেস্ক আমাদের জন্য এখন একটি প্লাটফর্ম সৃষ্টি হয়েছে।'

কাতার প্রবাসী ও কাতার সাংবাদিক সমিতির সভাপতি নুর মোহাম্মদ বলেন, 'বিদেশের মাটিতে কোন অপরাধ করলে দেশের সুনাম নষ্ট হয়। তাই আমরা সব সময় চেষ্টা করি দেশের সুনাম রক্ষা করতে। বিকাশে মাধ্যমে হুন্ডি টাকা বিলি হয়। এটি রোধ করা গেলে রেমিট্যান্স ১৫ বিলিয়ন ৩০ বিলিয়ন হবে।'

এতে বাংলাদেশী প্রবাসীর মধ্য আরও বক্তব্য রাখেন, দুবাই প্রবাসী নুর আলম সিকদার, আলাউদ্দিন, নাসির সিকদার, সেলিম উদ্দিন, ওমান প্রবাসী নিউরো সার্জারি চিকিৎসক নাজিম উদ্দিন, মোসাদ্দেক চৌধুরী সিআইপি, জসিম উদ্দিন,কাতার প্রবাসী আবদুল জলিল।

এ সম্পর্কিত আরও খবর