যৌবন ভাটায় পুড়ছে ঘাঘট

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-31 16:04:29

রংপুরের ঘাঘট নদী। মহানগরীর নিসবেতগঞ্জ এলাকার ব্রিজের কোল ঘেঁষেই এর অবস্থান। এক সময়ের খরস্রোতা ঘাঘট নদীতে এখন রয়েছে শুধু হাঁটু পানি। নদীতে নৌকা নেই। নেই মাঝির ভাটিয়ালি গান। জেলের জাল পড়ে না নদীর বুকে। যৌবন হারিয়ে ঘাঘট এখন মৃত প্রায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঘাঘট নদী এখন কৃষি জমিতে পরিণত হয়েছে। ধানের বীজতলায় ছেয়ে গেছে নদীর বুক। সকাল থেকেই কৃষকের ব্যস্ততা বীজতলাতে। ভোরের কুয়াশায় ভিজে একাকার বীজতলার কচি পাতা। যেন সবুজের সমারোহে শীতের হানা।

ঘাঘটের রংপুরের অধিকাংশ নদ-নদীর একই চিত্র। দিন দিন পানি শূন্যতা আর ড্রেজিং না হওয়ায় নদী হারিয়েছে নাব্যতা। ফিকে হয়ে বসেছে নদীর চিরচেনা যৌবন।

এ সম্পর্কিত আরও খবর