সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, দগ্ধ ৫

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2024-01-21 21:23:22

সিলেট নগরীর মাদিনা মার্কেট এলাকায় নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে রাখা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ ৫ জনসহ আহত হয়েছেন ৬ জন।

রোববার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সিলেট সিটি করপোরেশনের ৫ জন ডে লেভার অগ্নিদগ্ধসহ পেট্রোল পাম্পের এক কর্মচারী আহত হন। অগ্নিদগ্ধ ৫ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার স্টেশন দক্ষিণ শাখার কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এর আগে তাৎক্ষণিকভাবে ২ জন আহত হয়েছেন বলে জানিয়েছিলেন লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এ এইচ এম রাশেদুল ফজল।

অগ্নিদগ্ধরা হলেন- সিলেট সিটি করপোরেশনের ঘাসিটুলা বেতেরবাজার এলাকার জাফর আলীর ছেলে মো.মনতাজ মিয়া (৩৫), একই এলাকার মঙ্গল মিয়ার ছেলে মো.লিটন মিয়া (২৫), মতি মিয়ার ছেলে মো.আলম মিয়া (২৩), মিছির আলীর ছেলে মো.মতি মিয়া (৬০), রজনি চন্দ্র দাসের ছেলে সুভাষ দাস (৫৫)। প্রাথমিক চিকিৎসা নিয়ে পেট্রোল পাম্পের এক কর্মচারী চলে গেছেন বলে জানায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

আহতদের শরীরের ২৫-৩০ শতাংশ পুড়ে গেছে বলে বার্তা২৪.কমকে জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.মাহবুবুর রহমান ভূঁইয়া।

এদিকে, আহত কর্মচারীরা এমএন ইয়াকুব কনস্ট্রাকশনের ডে লেভার বলে জানা গেছে।

কনস্ট্রাকশন ফার্মের ঠিকাদার মামুন রোববার রাত সাড়ে ৮টায় বার্তা২৪.কমকে বলেন, কয়েক মাস আগে সিলেট সিটি করপোরেশন থেকে পাম্প কর্তৃপক্ষকে চিঠি দিয়ে কন্ট্রাকশন কাজের ব্যাপারে জানানো হয়েছে। কাজ চলাকালীন পাম্প বন্ধ রাখতে বলার পরও তারা তা করেনি। এরপরও তাদের প্রতিদিন কাজ চলাকালীন পাম্প বন্ধ রাখতে বলার পরও তারা পাম্প বন্ধ না রেখে জবাব দিয়েছেন, আপনারা আপনাদের নিরাপত্তা নিয়ে কাজ করবেন।

তিনি জানান, আহত ৫ শ্রমিকের সবার ওসমানীতে অপারেশন চলছে।

অগ্নিদগ্ধের ব্যাপারে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ৫ জনের অবস্থা জটিল। ২৫-৩০ শতাংশ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। ৭২ ঘণ্টা না গেলে তাদের শারীরিক অবস্থা নিশ্চিত করে বলা যাবে না।

এ সম্পর্কিত আরও খবর