গাজীপুরে শ্রমিকদের আন্দোলন, পুলিশের বাধা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2024-01-22 11:00:48

গাজীপুরে শ্রমিকদের আন্দোলন, পুলিশের বাধা

নতুন কাঠামোয় সরকার নির্ধারিত বেতন না পেয়ে ফের গাজীপুরের মহাসড়কে আন্দোলন শুরু করেছে পোশাক কারখানার শ্রমিকরা। 

সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে জেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, মৌচাক এলাকায় ন্যায্য বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকরা।

এসময় পুলিশ তাদের বাধা দেন। পুলিশের বাধা প্রত্যাখ্যান করে ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়ার সৃষ্টি হয়। এসময় শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

গাজীপুর শিল্প পুলিশ ২ এর অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানান, শ্রমিকরা সকালে মহাসড়কে বিক্ষোভ করেন। এসময় তারা ভাঙচুর ও পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে৷

এ সম্পর্কিত আরও খবর

right arrow