৩ পূর্ণমন্ত্রীসহ ৫ মন্ত্রী পেল সিলেট

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা২৪.কম | 2023-09-01 10:49:49

তিন পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী পেল বৃহত্তর সিলেট বিভাগ। তবে বাদ পড়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

পদোন্নতি পেয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হয়েছেন এম এ মান্নান। তিনি সুনামগঞ্জ-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহাবুদ্দিন আহমদ।

পাশাপাশি সিলেট-৪ আসনের ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমদ পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব এবং হবিগঞ্জ ৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহবুব আলী পেয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব।

তবে বাদ পড়েছেন সিলেট ৬ আসন থেকে নির্বাচিত নূরুল ইসলাম নাহিদ। তিনি বিগত সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন।

আর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নির্বাচন থেকে বিরত ছিলেন। তবে প্রধানমন্ত্রী চাইলে আরও এক বছর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আগ্রহী ছিলেন তিনি। কিন্তু তিনি নতুন মন্ত্রী পরিষদে থাকার আর সম্ভাবনা নেই।

এদিকে নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় আনন্দের বন্যা বইছে। কর্মীসমর্থকদের মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। আগামীকাল সোমবার নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে।

রোববার (৬ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর