শেখ হাসিনার হ্যাটট্রিক!

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 14:42:19

ক্রিকেটের বল হাতে উইকেটে নয়, ফুটবলের মাঠে গোলে নয় রাজনীতির পরিক্রমায় একাদশ সংসদ নির্বাচনে জনতার বিশাল ম্যান্ডেটে ‘হ্যাটট্রিক’র মধ্য দিয়ে সোমবার (৭ জানুয়ারি) টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

অথচ পঁচাত্তরে তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংস হত্যার পর দেশে ফেরা নিয়ে নানা সংকটে পড়তে হয়েছিল শেখ হাসিনাকে। বিদেশের মাঠে শরণার্থীর মতো ঘুরে বেড়াতে হয়েছিল তাঁকে। সেসব বাধা বিপত্তিকে তোয়াক্কা না করে প্রায় অর্ধযুগ শরণার্থী জীবন কাটিয়ে ১৯৮১ সালে দেশে ফেরেন তিনি। হাল ধরেন বাবা শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগের।

২১ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে দেশের শাসন ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এ সময় তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। এরপর পাঁচ বছর ক্ষমতার বাইরে থাকার পর ২০০৮ সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন শেখ হাসিনা।

এরপর থেকে দলীয় নেতৃত্বের সুসংহত করার পাশাপাশি দেশের আর্থ সামাজিক উন্নয়নের চমক দিতে থাকেন জনগণকে। তার উন্নয়নের গতির কাছে মোহবদ্ধ জনগণ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের পর ম্যান্ডেট দিয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় আনেন শেখ হাসিনাকে।

এ সম্পর্কিত আরও খবর