‘সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি আমার বড় সাফল্য’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 08:05:56

সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা নিজের বড় সাফল্য বলে দাবি করেছেন বিদায়ী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেছেন, ‘সবার জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। শিক্ষা ক্ষেত্রে সরকারের অর্জন বেশি। গত দশ বছরে আমারা ২৯৬ কোটি সাত লাখ বই বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি।’

সোমবার (০৭ জানুয়ারি) সচিবালয়ে নিজের বিদায়ী অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।

নিজের সাফল্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘দুই কোটি ৬৬ লাখ ছাত্রী উপবৃত্তি পাচ্ছে। নির্ধারিত দিনে পরীক্ষা হচ্ছে ও নির্ধারিত সময়ে ফলাফল হচ্ছে। কারিগরি শিক্ষা এখন আগের তুলনায় অনেক এগিয়েছে।’

নতুন মন্ত্রী সভাকে দক্ষ দাবি করে নাহিদ বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ডা. দিপু মনি অত্যন্ত দক্ষ। তিনি শিক্ষা মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করি। যেখানেই থাকি শিক্ষা মন্ত্রণালয়ের প্রয়োজনে হাত বাড়িয়ে দেব।’

অনুষ্ঠানে শিক্ষা সচিব সোহরাব হোসেন বলেন, ‘শিক্ষামন্ত্রীর নেতৃত্বে মন্ত্রণালয় অনেক দূর এগিয়ে গেছে। নতুন যিনি আসছেন তিনিও মন্ত্রণালয়কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করছি।’

এ সম্পর্কিত আরও খবর