শিশুর মৃত্যুর ঘটনায় গেন্ডারিয়া থানার সামনে বিক্ষোভ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-03 09:25:29

রাজধানীর গেন্ডারিয়ার দিন্নামেন রোডের এক শিশুকে শারীরিক নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ উঠেছে। নির্যাতনকারীর বিচারের দাবিতে থানার সামনে বিক্ষোভ করছে এলাকাবাসী।

বিক্ষোভের বিষয়টি বার্তা২৪কে নিশ্চিত করেন গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, সকালের দিকে ৩ বছরের একটি বাচ্চাকে শারীরিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা মা। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত নাহিদকে (৪০) আটক করে।

আটকের পরপরই স্থানীয় জনতা থানার সামনে চলে আসে এবং অভিযুক্ত নাহিদের ফাঁসি দাবিতে বিক্ষোভ করে।

এদিকে সংশ্লিষ্ট থানার এসআই উত্তম কুমার বার্তা২৪কে বলেন, মৃত শিশুকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর আটকের সময় নাহিদের পায়ে ব্যথা পাওয়ায় তাকেও হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই এসআই।

 

এ সম্পর্কিত আরও খবর