শপথ নিলেন ৩ উপমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-27 23:05:52

নতুন সরকারের উপমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৩ জন। সোমবার (৭ জানুয়ারি) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাদের উপমন্ত্রীপদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান।

বিকেল ৩টা ৪০ মিনিটে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ গ্রহণ শুরু করেন। ৫ মিনিটে তাঁর শপথ গ্রহণ হয়ে গেলে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা শেষে দুইজন হাত মেলান। এরপর প্রধানমন্ত্রী মঞ্চ থেকে নেমে গেলে তাঁর ছোটবোন শেখ রেহেনা তাকে বুকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান।

এরপর মঞ্চে উঠে শপথ নেন নতুন সরকারের মন্ত্রীরা। মন্ত্রীদের শপথ গ্রহণ শেষ হলে ১৯ প্রতিমন্ত্রী শপথ নেন। তাদের পর মঞ্চে উঠেন উপমন্ত্রীরা। তাদের শপথ গ্রহণের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উপমন্ত্রী হিসেবে শপথ গ্রহণকারীর হলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ে হাবিবুন নাহার, পানিসম্পদ মন্ত্রণালয়ে একেএম এনামুল হক শামীম ও শিক্ষা মন্ত্রণালয়ে মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শপথগ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এসময় বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যরা, আওয়ামী লীগের সংসদ সদস্যরা বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর