কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জানুয়ারি) ভোরে টেকনাফের দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, ১১ রাউন্ড গুলি ও ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
নিহতরা হলেন- বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বরবাড়িয়া এলাকার মো. ইব্রাহীম শেখের ছেলে সাব্বির হোসেন (২৫) ও ঢাকার সাভার উপজেলার নগরকুন্ডা এলাকার মো. আব্দুল মতিনের ছেলে হাফিজুর রহমান (৩৫)।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, একদল ব্যবসায়ী ইয়াবা নিয়ে আসছে এমন খবরে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল র্যাব। এ সময় একটি কাভার্ডভ্যান থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইয়াবা ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ওই স্থান থেকে অস্ত্র ও ইয়াবাসহ দুইজনের মরদেহ পাওয়া যায়। এ সময় কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।